করোনাজাতীয়

আরও ৩জন করোনায় আক্রান্ত, মোট ২৭ জন

বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

রবিবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডা. ফ্লোরা জানান, দেশে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। এদের মধ‌্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আরেকজন বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ৪০, ৩০ ও ২০ বছর। এদের একজনের ব্রঙ্কাইটিস রয়েছে।’

তিনি জানান, আক্রান্তদের মধ্যে আরও দুজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৫। এছাড়া দুজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ করোনা আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button