জেলার খবর

কুড়িগ্রাম জেলা শিল্পী সমিতির সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও শিল্পী সমিতির সদস্যদের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশ ও জেলা শিল্পী সমিতি সম্মিলিত ভাবে কুড়িগ্রাম জেলাকে মাদক মূক্ত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন। কুড়িগ্রামের পুলিশ সুপার বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই শিল্পীদের পাশে আছে এবং থাকবে। আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে আরো এগিয়ে নিতে এবং কুড়িগ্রামের সংস্কৃতি বিকাশকে আরো আলোকিত করতে জেলা পুলিশ সবসময় শিল্পীদের সাথে থাকবেন বলে জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন।

জেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতির অলক কুমার দেব, ভূপতি ভুষন, সুষ্মিতা সরকার, প্রতিমা চৌধুরী, নাজমুল হুদা, সুমন্ত চন্দ্র দাস, দুলাল চন্দ্র বর্মন, হিমু, সুজিতা রায়, মাহফুজা আক্তার, অজয় কুমার সরকার, আজাদ আলী, সাজু আহম্মেদ সরকার, ফেরদৌসী খাতুন, স্মৃতি খাতুন, নিহার রঞ্জন বর্মা, দেবাশীষ কুমার রায় সহ অন্যন্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button