করোনাখেলা

আজ থেকে কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ বিসিবির

করোনা ভাইরাসের থেকে রক্ষায়, দেশের সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগীত করা হয়েছে। এবার, সার্বিক বিবেচনায় ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাসা থেকে কাজ করার নির্দেশনা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। আজ রবিবার (২২ মার্চ) থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। তবে অতি প্রয়োজনে অর্থাৎ যেসব কাজ অফিসে না গেলে করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা (বাসা থেকে অফিস করা) ২২ মার্চ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে আমরা আমাদের বিভাগের ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি। বোর্ডের একটা নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব, আমাদের অপারেশনাল যে কাজগুলো থাকবে, সেগুলো আমরা লিমিটেড করার চেষ্টা করব।’

Related Articles

Leave a Reply

Back to top button