জাতীয়

আগামীকাল সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসছেন।

আজ রোববার, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার সকালে এই সচিব সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব গণমাধ্যমকে জানান বলেন, “কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়; প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।”

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।

ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সচিবদের কাছে সভার নোটিস পাঠানো হয়েছে বলে জানান একজন কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button