Leadজেলার খবর

ট্রেনে কাটা পড়ে বাবা–ছে‌লেসহ তিনজনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবা–ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেলপথের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে রতন (৩২) ও রতনের শিশুসন্তান সানি (৬)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তৈয়ব জানান, তাঁরা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে পড়ে। পরে তাঁরা বাস থেকে নেমে রেলপথে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা তিনজন মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button