আন্তর্জাতিক

রাখাইনের রাজধানীতে কারফিউ

মিয়ানমারের রাখাইনের সিত্তে শহরে কারফিউ জারি করেছে জান্তা সরকার।

স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশের রাজধানী সিত্তেতে গতকাল বৃহস্পতিবার কারফিউ জারি করা হয়েছে।

বাসিন্দারা জানান, সিত্তেতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ। স্থানীয় জান্তা প্রশাসন বিকেল পাঁচটায় এ কারফিউয়ের ঘোষণা দেন।

একজন বাসিন্দা বলেছেন, হাত মাইক এবং লাউডস্পিকার করে এই কারফিউ ঘোষণা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে রাতে বের হওয়া লোকদের সতর্ক করা হয়। সিত্তে পৌরসভা ছাড়াও এর সংলগ্ন এলাকায় এ কারফিউ জারি করা হয়।

গত বছরের অক্টোবর থেকে সামরিক জান্তার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এরপর রাখাইনের বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। যা এখনো চলমান রয়েছে। এতদিন রাজধানী সিত্তের আশপাশে লড়াই চলছিল। তবে এখন এটি সিত্তেতে পৌঁছে গেছে। ফলে অনেকে এখন রাজ্যটির রাজধানী ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button