খেলা

ভাষার মাসে বিশেষ জার্সিতে সিলেট স্ট্রাইকার্স

বাঙালির জীবনে বিশেষ মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দেন সালাম-রফিক-জব্বাররা। দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও। সেদিনের সেই শহীদদের স্মরণ করে বিশেষ জার্সি পরে আজ মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।
গতকাল সিলেটের ভাষাসৈনিক প্রফেসর মোহাম্মদ আবদুল আজিজের বাসভবনে সিলেটের এই বিশেষ জার্সিটি উন্মোচন করা হয়েছে। সিলেটের ২০টি ঐতিহ্যবাহী জিনিসের সাথে সিলেটি নাগরি লিপি এবং জার্সির পেছনে ক্রিকেটারদের নাম ও নাম্বার লেখা হয়েছে বাংলায়। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মত কোনো দল বাংলা নাম এবং নাম্বার সংবলিত জার্সি পরে ম্যাচ খেলতে যাচ্ছে।
চায়ের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির যে ২০টি বিষয় জার্সিতে তুলে ধরা হয়েছে সেগুলো হল– সিলেটের পাহাড়, চা বাগান, চা এর চারা, চা পাতা, চা এর পাত্র, পাত্রের শিল্প, সিলেটের পাহাড়, হাওড়ের সৌন্দর্য, লাল শাপলা, লালাখাল, অতিথি পাখি, কিন ব্রিজ, আলি আমজাদ ঘড়ির টাওয়ার, দারগা গেইট, শহীদ মিনার, বাংলা বর্ণমালা, নাগরি লিপি, ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট এবং সিলেটের ফুলের সৌন্দর্য।

Related Articles

Leave a Reply

Back to top button