জাতীয়
সংসদের বিশেষ অধিবেশন স্থগিত
স্থগিত করা হলো সংসদের বিশেষ অধিবেশন। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শনিবার (২১ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন স্থগিত করেন।রবিবার (২২ মার্চ) এ অধিবেশন শুরু হয়ে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত চলার কথা ছিল।
এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের এ বিশেষ অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের ওপর সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদ।