আন্তর্জাতিককরোনা

করোনায় তরুণরা ‘অজেয় নয়’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাধানম গেব্রেয়াসুস বলেছেন, করোনা মোকাবিলায় তরুণরা ‘অজেয় নয়’। শুক্রবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার্যালয়ে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই করেন।

করোনার ব্যাপারে তরুণদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে গেব্রেয়াসুস বলেন, তরুণদের নিয়ন্ত্রিত চলাফেরা বৃদ্ধদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে।

গেব্রেয়াসুস তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণদের জন্য আমার একটি বার্তা আছে, যে করোনা মোকাবিলায় তোমরা “অজেয় নও”। এই ভাইরাস তোমাদের কয়েক সপ্তাহের জন্য হাসপাতালে পাঠাতে পারে। এমনকি মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে। হয়তো তোমাদের অসুখ হবে না। কিন্তু তোমাদের অনিয়ন্ত্রিত চলাফেরা আরেকজনকে জীবন-মরণের সন্ধিক্ষণে ঠেলে দিতে পারে।’

ড. টেড্রস অ্যাধানম গেব্রেয়াসুস জানান, প্রথমবারের মতো উহানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তিনি বলেন, ‘উহান বিশ্বের অন্য দেশগুলোকে আশা দেখাচ্ছে। এমনকি এই জটিল পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলব। এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কিন্তু উহানের মতো দু-একটি শহরের ঘুরে দাঁড়ানোয় আশার আলো দেখাচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button