জাতীয়

উপ-নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী; অহেতুক খাদ্য পন্য মজুদ করে বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন।

ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, করোনা পরিস্থিতিতে নিজের এবং পরিবারের নিরাপত্তায় অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন তিনি।বিদেশ ফেরত যারা, তাদের নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অন্যের নিরাপত্তার জন্য অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অহেতুক ভীত সন্ত্রস্ত হয়ে খাদ্য পন্য মজুদ করে বাজারের ওপর চাপ সৃষ্টি না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার অস্থিতিশীল করা অসাধু ব্যবসায়ীদের সাবধান করে কোন খাদ্যপন্য মূল্য বৃদ্ধি না করারও নির্দেশ দেন।

চিকিৎসক সেবায় নিয়োজিতদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের মতো স্বাধীনতা দিবসেও প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা -শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে, তবে জনসমাগম নয়।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button