সুপ্রিম কোর্টে বন্ধ হচ্ছে রিকশা চলাচল

ফারজানা আফরিন:
নিরাপত্তা সুরক্ষায় হাইকোর্ট প্রাঙ্গনে রিকশা চলাচল বন্ধ হতে যাচ্ছে। তবে আইনজীবীদের চলাচলের জন্য আদালত এলাকায় ‘গলফ কার্ট’ চলাচলের উদ্বোধন করা হয়েছে। প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে এই গলফ কার্টের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে আইনজীবী সমিতি ভবন সংলগ্ন সোনালী ব্যাংক পর্যন্ত এ গলফ কার্টগুলো চলাচল করছে। এদিকে, গলফ কার্ট চালুর পর আগামী রোববার (২৮ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের ভেতরে কোনো রিকশা প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আইনজীবীদের মধ্যে যারা রিকশায় চলাচল করেন, তারা মাজার গেটে নেমে গলফ কার্টে চড়ে আইনজীবী সমিতি ভবন সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে আসতে পারবেন। প্রাথমিকভাবে মঙ্গলবার থেকে তিনটি গলফ কার্ট চলাচল করতে শুরু করেছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গলফ কার্ট চলাচল উদ্বোধনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।