জাতীয়

আজ থেকে সাড়ে ১৩ ঘণ্টা চলবে মেট্রোরেল

আজ শনিবার থেকে নতুন সূচিতে চলতে শুরু করেছে মেট্রোরেল। উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে শুরু হওয়া এই চলাচল চলবে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। আজ থেকে মোট সাড়ে ১৩ ঘণ্টার নতুন সূচি অনুযায়ী চলছে মেট্রোরেল।

পিক আওয়ারে ৮টি ট্রেন চলবে ১০ মিনিট পরপর, আর অফ-পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে ১২ মিনিট পরপর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চললেও মতিঝিল পর্যন্ত চলত বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পরে যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ শনিবার থেকেই বাড়ানো হয়েছে আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচলের সময়সীমা।

তবে এ সময়ে শুধু এমআরটি ও র‌্যাপিড পাশধারীরা যাতায়াত করতে পারবেন। আর কাউন্টার থেকে সাধারণ টিকিট কিনে যাত্রীরা সকাল ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ৩১ ডিসেম্বর চালু হয় মেট্রোরেলের শাহবাগ ও কাওরান বাজার স্টেশন। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button