আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের কাছে জান্তার সৈনিকদের আত্মসমর্পণ

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৫৩৯। মঙ্গলবার (১৬ জানুয়ারি) কিউকতাও শহরের কান সাউক গ্রামের নিকটবর্তী এলাকায় তারা আত্মসমর্পণ করে।
এর আগে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী ১১ জানুয়ারি এলআইবি ৫৩৯ এবং আর্টিলারি ব্যাটালিয়ন ৩৭৭-এ আক্রমণ শুরু করে। এরপর গত রোববার আরাকান আর্মি আর্টিলারি ব্যাটালিয়ন ঘাঁটি দখল করার পর গোটা এলআইবি ৫৩৯ ব্যাটালিয়ন আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় আরাকান আর্মি এলআইবি ৫৩৯কে আত্মসমর্পণের আদেশ দেয়। তারা পরিখায় লুকিয়েছিল। তারা কোনো হামলা চালায়নি। এরপর মঙ্গলবার সকালে আরাকান আর্মির ব্যাটালিয়ন গুলি চালালে তারা সাদা পতাকা উঁচিয়ে অসহায়ভাবে তারা বেরিয়ে আসে।
স্থানীয় রাখাইন মিডিয়ার পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা যায়, আরাকান আর্মির সেনারা জান্তা সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের পাহারা দিচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৩০০ জান্তা সেনা ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button