খেলা

কুমিল্লাকে হারিয়ে বিপিএলে শুভ সূচনা ঢাকার

হার দিয়ে বিপিএল ২০২৪ আসর শুরু হলো টানা দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে প্রতিযোগিতার সবচেয়ে সফল ফ্রাঞ্চাইটি। টাইগার পেসার শরীফুল ইসলামের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে ঝোড়ো ফিফটির দেখা পান ওপেনার মোহাম্মাদ নাঈম শেখ।
শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েসের ফিফটিতে ৫ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা। জবাবে মোহাম্মাদ নাঈম শেখের ফিফটিতে ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় নবাগত দুর্দান্ত ঢাকা।
কুমিল্লার ১৪৪ রান তাড়া করতে ঝোড়ো সূচনা পায় দুর্দান্ত ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে বিপিএলের নবাগত ফ্রাঞ্চাইজিটি। ১২.৪ ওভারে ১০২ রানের জুটি উপহার দেন ঢাকার দুই ওপেনার নাঈম শেখ ও গুনাথিলাকা। ৪০ বলে ৫২ রানে আউট হন টাইগার ওপেনার নাঈম। ইনিংসটিতে ৩টি করে চার ও ছক্কা মারেন বাঁহাতি এই ওপেনার।

Related Articles

Leave a Reply

Back to top button