
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত
যুক্তরাষ্ট্রের পশ্চিম ম্যাসাচুসেটসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গ্রিনফিল্ড এবং লেডেনের সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
মার্কিন বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ তিন জন আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হলে তারা সবাই মারা যান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা-৩১০ মডেলের একটি বিমান। প্রাথমিক তদন্তে দেখা গেছে বিমানটি টেক্সাসের ক্যারিজো স্প্রিংস থেকে ব্রিজপোর্টে যাচ্ছিল। ব্রিজপোর্ট পৌর বিমানবন্দর থেকে ১০ মাইল দূরে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে ছিল।
এতে আরও বলা হয়, ‘এনটিএসবির একজন তদন্তকারী ঘটনাস্থলে যাচ্ছেন এবং আগামীকাল (স্থানীয় সময় সোমবার) তিনি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। ঘটনাস্থালে গিয়ে তিনি বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। তারপর আরও মূল্যায়নের জন্য বিধ্বস্ত বিমানটিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হবে।’