আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার হুমকি লেবাননের নাসরুল্লাহর

নিজেদের ভূখণ্ড পেরিয়েছে ফিলিস্তিনে-ইসরায়েল যুদ্ধের উত্তাপ। সীমান্তবর্তী দেশ লেবাননের সঙ্গে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। এবার দেশটির সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর প্রধান বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনোরকম সংযম দেখাব না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব।
হিজবুল্লাহর প্রধানের এ হুমকির এক দিন আগে রাজধানী বৈরুতে ড্রোন হামলা হয়েছে। এতে হামাস নেতা সালেহ আরৌরি নিহত হয়েছেন। হামাসের এ নেতা নিহতের পর দেশটি ইসরায়েলেকে এমন হুমকি দিয়েছে।
হামাসের এ নেতা হিজবুল্লাহর সাথে তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি ছিলেন। তিনি নিহতের পর হিজবুল্লাহর এ নেতা বলেন, আরৌরির মৃত্যু ভয়ংকর অপরাধ। আমরা এ নিয়ে চুপ থাকতে পারি না।
হামাসের এ নেতা হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে আসলেই তারা এ হামলা করেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ইসরায়েলও বিষয়টি স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button