আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত
লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে হামাসের উপপ্রধানকে হত্যার পর দেশটিতে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল সেনারা।
বুধবার (৩ জানুয়ারি) তেল আবিবের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর ৯ সদস্য। এদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইন ইয়াজবেকও রয়েছেন বলে স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। —আলজাজিরা
হিজবুল্লাহ নেতা নসরুল্লাহ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলি হামলায় ভিত নয় তারা যুদ্ধ চালিয়ে যাবে। তবে তার বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ মূলক পাল্টা হামলার কোনো উল্লেখ ছিলো না যা এরকম হামলার পর ইসরায়েল বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রায় সময় করে থাকে।
তাছাড়া বৈরুতে হামাস নেতা সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর এটিই ছিল নসরুল্লাহর প্রথম ভাষণ। যেখানে তিনি হামাস নেতার হত্যাকাণ্ড যুদ্ধের বিস্তৃতির কারণ হতে পারে বলে সতর্ক করেন।
আইডিএফের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনায় এ অভিযান চালানো হয়। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হিজবুল্লাহর সাথে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়াচ্ছে তেল আবিব। এখন পর্যন্ত দেড়শ সেনা সদস্য হারিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর পাল্টা অভিযানে প্রাণ গেছে ১১ ইসরায়েলির।