আন্তর্জাতিক
হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধানসহ নিহত ৪
ইসরাইলের বিমান হামলায় লেবাননে হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরিসহ চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবানেন রাজধানী বৈরুতে হামাসের অফিস লক্ষ্য করে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। এতে হামাসের শীর্ষ নেতাসহ অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের শীর্ষ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।