গণমাধ্যম

র‌্যাকের সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও সাধারণ সম্পাদক পদে  এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। ৯৩ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৯ জন ভোটার।

সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দীকি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সৈয়দ ঋয়াদ।

অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক পদে আলী তালুকদার, দৈনিক আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান কল্যাণ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠের ফজলুর রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন, দৈনিক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু, বার্তা সংস্থা ইউএনবির মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও দৈনকি নবরাজ পত্রিকার রফিক উজ্জামান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলি শুভ।

র‌্যাকের বিদায়ী সভাপতি আহম্মদ ফয়েজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মসিউর রহমান খান, বর্তমান সহ-সভাপতি শামীম আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্রাব) নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবকদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button