বিনোদন

অনেকেই পাচ্ছেন পূর্ণিমার মিসডকল !

হঠাৎ করেই যে কাউকে মিসড কল দেওয়া শুরু করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। চমকপ্রদ হলেও, ঘটণাটি সত্য। কিন্তু হতাশার কথা হচ্ছে, কলটি সত্যিই নায়িকা পূর্ণিমার নয়। বরং একটি প্রতারক চক্র অসামঞ্জস্য একটি ফোন নম্বরে পূর্ণিমার ছবি ব্যবহার করে যাকে তাকে মিসড কল দিচ্ছে। অভিনেত্রীর নম্বর ভেবে কেউ কল ব্যাক করলেই ফেঁসে যাচ্ছেন। বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পূর্ণিমা।
এ প্রসঙ্গে নিজের ফেসবুকে পূর্ণিমা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন ও জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসড কল তো দেই না।
এরপর তিনি লেখেন, কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নম্বর থেকে কল বা ম্যাসেজ আসলে এড়িয়ে যাবেন।
বড়পর্দায় আগের মতো নিয়মিত কাজ করছেন না পূর্ণিমা। এখনোও মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আহারে জীবন’, ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবি তিনটি।

Related Articles

Leave a Reply

Back to top button