ক্রীড়াঙ্গন

অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে সেরার তালিকায় সাকিব

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আলোকচিত্রীর ক্যামেরায় অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের হোয়াইট বোর্ডে কিংবদন্তিদের ১০ জনের তালিকায়  রয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
অজিদের ড্রেসিংরুমের সর্বকালের সেরা স্পিন অলরাউন্ডারের তালিকায় সাকিবের সঙ্গে আছেন সম্ভাব্য সেরা অলরাউন্ডাররাই। ভারত থেকে সবচেয়ে বেশি তিনজন জায়গা পেয়েছেন।
এই তালিকার শুরুটা হয়েছে ড্যানিয়েল ভেট্টোরিকে দিয়ে। নিউজিল্যান্ডের কিংবদন্তি বাঁহাতি স্পিনারের পরেই আছেন স্যার গারফিল্ড সোবার্স, রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন, ট্রাভিস হেড, বেনো, সামিত প্যাটেল ও অক্ষর প্যাটেল। তালিকাটি কোন সংস্করণের নির্দিষ্ট করে না বললেও বুঝতে অপেক্ষা নেই যে এটা টেস্টেরই। কেননা সোবার্স ও বেনোরা টেস্ট কিংবদন্তি।
ড্রেসিংরুমে অলরাউন্ডার নিয়ে আলোচনা হলেও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৩ উইকেট হারালেও দলীয় খাতায় ১৮৭ রান তুলেছে স্বাগতিকেরা। বেরসিক বৃষ্টি বাধা না দিলে সংগ্রহটা আরো বাড়তে পারত।
বুধবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মার্নাস লাবুশেনে (৪৪) ও ট্রাভিস হেড (৯)।

Related Articles

Leave a Reply

Back to top button