বিনোদুনিয়া
‘অপারেশন জ্যাকপট’ থেকে বাদ বাপ্পী

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পীর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানে নির্মিত ‘জয় বাংলা’ এবং ‘শত্রু’ সিনেমা দুটি দর্শকদের হতাশ করেছে। এরপর দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার খবরে নেই এই অভিনেতার।
তবে জানা যায় সম্প্রতি সিনেমার খরা কাটিয়ে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা দিয়ে বেশ লম্বা বিরতির পর নতুন সিনেমা হাতে নিলেন বাপ্পী। সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে তাকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে। সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে বাপ্পীর মিটিংয়ের কয়েকটি ছবি ও একটি পোস্টার অন্তর্জালে ছড়িয়ে যায়। যদিও সেসময় বাপ্পী এ নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন।
তবে আবারোও হতাশার খবর হচ্ছে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পী। সিনেমাটি নিয়ে কিছু শর্ত ভঙ্গ করার জন্য বাদ পড়েছেন তিনি। সিনেমাটিতে বাপ্পী থাকছেন না এ কথা জানিয়েছেন অন্তর শোবিজের স্বপন চৌধুরীও। যদিও এ নিয়ে বাপ্পির মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা বাপ্পী চৌধুরী ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।