খেলা

করোনা আতঙ্ক: বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

করোনাভাইরাস আতঙ্কের কারণে বাংলাদেশের পাকিস্তান সফরের তৃতীয় ধাপ স্থগিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাপী ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আপাতত এই সফরটি বাতিল হলো।

আগামী এপ্রিল মাসে তৃতীয় পর্বের জন্য পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। যেখানে করাচিতে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হতো।

পিসিবি আশা করছে এই সিরিজি দ্রুতই সম্পূর্ণ করতে, কেননা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় টেস্ট ম্যাচটি ২০২১ সালের মার্চের মধ্যেই আয়োজন করতে হবে। অন্যথায় দু’দলেরই পয়েন্টজনিত সমস্যা হবে।

এর আগে পাকিস্তান সফরের প্রথম ধাপে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসে বাংলাদেশ। এরপর দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডির মাঠে গড়ায় প্রথম টেস্ট ম্যাচ।

Related Articles

Leave a Reply

Back to top button