খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। আজ শুক্রবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাঠে দুইবার বৃষ্টি হানা দিলে ৩০ ওভারের ম্যাচে পরিণত হয় খেলা। টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৩০ ওভারে তোলে ২৩৯ রান। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশ লক্ষ্য পায় ২৪৫ রানের। ব্যাট করতে নেমে আদ্র পিচে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ফলে ২০০ রানেই অলআউট হয় যায় টাইগাররা।আজ শুক্রবার বাংলাদেশের সামনে সম্মান বাঁচানোর ম্যাচ। শেষ ম্যাচটি জিততে হলে বাংলাদেশ আগে ব্যাট করলে তুলতে হবে তিনশোর্ধ্ব রান।

যদি বাংলাদেশ হেরেই যায়, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের ঘরের মাঠে এটি হবে ষষ্ঠবার।

 

Related Articles

Leave a Reply

Back to top button