জেলার খবর

বগুড়া -৪ আসনে নির্বাচনী আচরণ ভঙ্গ করলেন আওয়ামী লীগ প্রার্থী

বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে প্রতীক বরাদ্দের আগেই কাহালু থানার পাইকড় ইউনিয়ন গণসংযোগ করেছে আওয়ামীলীগ সমর্থিত হেলাল উদ্দিন কবিরাজ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মোল্লা।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে পাইকড় ইউনিয়নে গনসংযোগ করেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লা। বিষয়টি জেলা নির্বাচন অফিস, কাহালু উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে ইউনিয়নের কালীতলা বাজার এলাকা থেকে ছত্রভঙ্গ হয়। প্রশাসন জিয়াউল হক মোল্লা ও তার বডিগার্ডকে পেলেও গণসংযোগে অংশগ্রহণকারী আনুমানিক ৩০ এর অধিক বাইক আরোহী ছত্রভঙ্গ হয়। একই সময় একই ইউনিয়নের আড়োলা বাজারে নিয়ম অমান্য করে গণসংযোগ করে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ।

উল্লেখ্য, পাইকড় ইউনিয়ন থেকে বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম দলীয় প্রতীক কবুতর নিয়ে প্রার্থী হয়েছেন। আওয়ামীলীগ প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা পাইকড় ইউনিয়নে আসলে পরিস্থিতি থমথমে বিরাজ করে। ১৪ দলের শরীক দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম জেলা নির্বাচন অফিস, কাহালু উপজেলা প্রশাসন, কাহালু নির্বাচন অফিসে বিষয়টি অবগত করেন। প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনজুরুল কে জানান। মনজুরুল বলেন, নিয়ম অমান্য করে বেশ কয়দিন যাবত তারা বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালাচ্ছেন, মনে হচ্ছে প্রভাবশালী প্রার্থীরা পেশী শক্তি প্রদর্শন করছে। গত সংসদ নির্বাচনে পাইকড় ইউনিয়ন দুটি মার্ডার হয়েছিলো। সেটির মহড়া প্রদর্শন করতেই প্রভাবশালী দুই প্রার্থী একই সময়ে এই ইউনিয়নে প্রবেশ করেছেন। নির্বাচনে লেভেল প্লেইং না থাকলে নির্বাচন সুষ্ঠ হবেনা। এই বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচন করবো কি করবোনা দলীয় ফোরামে সিদ্ধান্ত নিবো। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন অফিসে লিখিত কোন অভিযোগ কেউ দেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্র।

Related Articles

Leave a Reply

Back to top button