আন্তর্জাতিক

ইসরাইলকে হামাসের আলটিমেটাম

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবারো জানিয়েছে, ইসরাইল যদি উপত্যকায় হামলা বন্ধ না করে, তবে বন্দী বিনিময় নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না।
হামাস রবিবার (১৭ ডিসেম্বর) জানায়, ‘আমাদের জনগণের ওপর জায়নবাদীদের আগ্রাসন চিরদিনের জন্য বন্ধ না হলে বন্দী বিনিময় নিয়ে কোনো ধরনের আলোচনায় হামাস সম্পৃক্ত হবে না।’ হামাস জানিয়েছে, তারা বিষয়টি মধ্যস্ততাারী সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে।
গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করতে কাতারি ও ইসরাইলি কর্মকর্তারা মিলিত হওয়ার প্রেক্ষাপটে হামাস এই ঘোষণা দিলো।
ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা গাজায় হামলা বন্ধ করার কোনো ইচ্ছা প্রকাশ না করায় দৃশ্যত যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
গাজা উপত্যকায় দীর্ঘ ৭১ দিন ধরে অভিযান চালিয়েও হামাসের কৌশল বুঝতে পারছে না ইসরাইলি বাহিনী। এর মধ্যেই হামাসের হাতে তিন বন্দীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তারা। তাছাড়া হামাসের যুদ্ধক্ষমতাও খুব হ্রাস করতে পারেনি। এমন প্রেক্ষাপটে ইসরাইলি সৈন্যদের মধ্যে হতাশা ভর করেছে বলে ইসরাইলের একটি পত্রিকা জানিয়েছে।
গাজা যুদ্ধে ইসরাইল তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে। কিন্তু তারপরও কাঙ্ক্ষিত সাফল্য এখনো পায়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পর্যবেক্ষণ পোস্ট, স্নাইপার অবস্থান, মর্টার লাঞ্চার, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, কমান্ড সেন্টার, আর্ম ক্যাশে তাদেরকে অস্থির করে ফেলেছে। সেই সাথে আছে মাটির নিচে থাকা হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক।
ইসরাইলি সূত্র জানিয়েছে, হামাসের হাতে আটক পণবন্দীদের শনাক্ত করতে না পারায় তারা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button