জাতীয়

দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে: আইইডিসিআর

জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে দেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেনটাইনে রয়েছে।

রবিবার (১৫ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে পূর্বে জানানো ৫ জনের শরীরেই করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘শনিবার ইতালিফেরত ১৪২ জনের সবাই প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেছেন। অন্য যেসব ফ্লাইটে ইতালি প্রবাসীরা ফিরেছেন তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গতকাল শনিবার ইতালি ফেরত যে দুজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল তারা সুস্থ আছেন।’

বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইনের ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেও জানান তিনি। বলেন, ‘কেউ হোম কোয়ারেনটাইন না মানলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button