বিনোদন

বিশ্বের শীর্ষ ৫০ এশিয়ান তারকার তালিকায় প্রথম স্থানে শাহরুখ খান

এই বছরটাই যেন শাহরুখময়! চলতি বছর পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। এখন মুক্তির অপেক্ষা ‘ডানকি’। প্রথমবারের মতো গুণী নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান। তাই সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশাও আকাশসমান।
অভিনয়, আয়, রেটিং- এ বছর সবকিছুই শীর্ষে শাহরুখ খান। এরই মধ্যে আরেকটি নতুন সোনালি পালক যোগ হলো কিং খানের স্বর্ণমুকুটে। বিশ্বের শীর্ষ ৫০ এশিয়ান তারকার মধ্যে ১ নম্বর তারকা হলেন শাহরুখ খান। শুক্রবার (১৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করা হয়।
তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক ‘ইস্টার্ন আই।’ তালিকাটি শীর্ষস্থানীয় তারকা এবং কাজের প্রতি তাদের অবদান, সীমানা অতিক্রম করে বিশ্বব্যাপী আলোড়ন তোলা এবং বছরের পর বছর ধরে দর্শক অনুরাগীদের অনুপ্রেরণার উপর ভিত্তি করে তৈরি হয়। সঙ্গে রয়েছে পাঠক মতামত ও ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকরা তাদের পছন্দের তারকাদের মনোনীত করতে পারেন। সবকিছু মিলিয়েই এই তালিকাটি তৈরি করা হয়।
এ বছর জওয়ান ও পাঠানের মতো মেগা ব্লকবাস্টার দিয়েছেন শাহরুখ খান শীর্ষ ৫০ এশিয়ান তারকার তালিকায় শাহরুখ খানের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া এই বছর হলিউডে আত্মপ্রকাশ করেছেন। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সাথে নেটফ্লিক্সের ‘হার্ট অফ স্টোন’-এ অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রেখেছেন অভিনেত্রী। তালিকার তৃতীয় স্থানে আরেক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
এই বছর হলিউডে স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ এবং রোমান্টিক কমেডি ফিল্ম ‘লাভ এগেইন’-এ অভিনয় করে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

Related Articles

Leave a Reply

Back to top button