জাতীয়লিড স্টোরি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে ছয়দিনে নির্বাচন কমিশনের (ইসির) শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৫ জন। এর মধ্যে শেষ দিনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান ২০ জন। আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে বা অন্যের প্রার্থিতা বাতিলে আপিল করেছিলেন ৫৫৮ জন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসি জানায়, আপিল শুনানির প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান, দ্বিতীয় দিনে পান ৫১ জন। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া চতুর্থ দিনে ৪৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। পঞ্চম দিনে শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ প্রার্থী। আজ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button