জাতীয়

১৯৭১ এর ১৪ মার্চ-এদিন মাঝিমাল্লার বৈঠা হাতে রাজপথে নামেন

১৯৭১ এর ১৪ মার্চ –  এদিন মাঝিমাল্লার বৈঠা হাতে রাজপথে নেমে আসেন। সামরিক আইনের ১১৫ ধারা জারির প্রতিবাদে বেসরকারি কর্মচারীরাও সেদিন বিক্ষোভে ফেটে পড়েন। দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে শিল্পাচার্য জয়নুল আবেদীন সরকারের দেওয়া ‘হেলাল ইমতিয়াজ’ খেতাব বর্জনের ঘোষণা দেন।
একাত্তরের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার ব্যাপারে শর্তারোপ করেন। তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, যদি প্রেসিডেন্ট দাবি পূরণের ইচ্ছা নিয়ে আলোচনায় বসতে চান তাহলে আমি বসতে পারি। তবে কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষ সেখানে উপস্থিত থাকতে পারবে না।
ইয়াহিয়া
অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুর দেওয়া ছয় দফা দাবি প্রত্যাখ্যান করেন। তবে ঢাকায় এসে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
জুলফিকার
এদিন নেপালি নেতা খান আব্দুল ওয়ালি খান পূর্ব পাকিস্তান সফরকালে বঙ্গবন্ধুর সঙ্গে একান্ত আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান বাঙালির আন্দোলন এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে তার।
ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ছাত্র ইউনিয়নের এক সমাবেশ থেকে দেশের ৭ কোটি জনতার সৈনিক হিসেবে সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। তৎকালীন ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই একই দিনে শিল্প সংগঠনগুলোর প্রতিনিধিরাও শিল্প সংগ্রাম গড়ে তোলেন। এভাবেই একাত্তরের মার্চে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শ্রেনী-পেশা নির্বিশেষে সবােই মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে শুরু করে।

Related Articles

Leave a Reply

Back to top button