আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু ইসরায়েলি বাহিনীর
পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি।
পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগও আনা হয়েছে আইডিএফের বিজ্ঞপ্তিতে।
গাজার প্রথান শহর গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়েছে।