জাতীয়

সিলেটের হরিপুরে নতুন কূপে গ্যাসের সন্ধান

সিলেটের হরিপুর গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপে নতুন গ্যাসজোনের সন্ধান পাওয়া গেছে।

কূপটিতে আনুমানিক ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় পাঁচ মাস আগে ১৪৯ কোটি টাকা ব্যয়ে হরিপুর গ্যাসফিল্ডের ১০ নম্বর কূপের খনন শুরু হয়।

রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ড্রিলিং স্টিম টেস্ট প্রক্রিয়া শুরু করেন সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের কর্মকর্তারা।

গ্যাসফিল্ডের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৬শ মিটার পর্যন্ত খননের পর এই কূপ থেকে গ্যাস পাওয়া গেছে। এখানে গ্যাসের যে চাপ আছে তাতে ধারণা করা হচ্ছে সর্বনিম্ন ৪৩ বিলিয়ন ঘনফুট থেকে সর্বোচ্চ ১০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের সম্ভাবনা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button