খেলা

শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সময়মত শুরু না করা ও উত্তেজিত পরিস্থিতির জন্য ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই শাস্তি দিতে পারে ফিফা। এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা জানিয়েছে, শৃঙ্খলা কমিটি প্রক্রিয়া শুরু করেছে।

গত বুধবার (২২ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দেখা হয়েছিল দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর। যেখানে ৬৯ বছরের ইতিহাসে প্রথমবারের মত ব্রাজিলকে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বে হার উপহার দেয় আর্জেন্টিনা। তবে এমন ফলের চেয়েও আলোচনার কেন্দ্র দখল করে রয়েছে ওই সময়ে ঘটে যাওয়া সহিংস ঘটনা। ম্যাচ মাঠে গড়ানোর আগেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। তাদের থামাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, সেটি নিয়ন্ত্রণের চেষ্টার একপর্যায়ে মাঠ থেকে দল নিয়ে বেরিয়ে যান লিওনেল মেসিরা। পুরো অবস্থা স্বাভাবিক হলে তিনি আবার দল নিয়ে ফিরে আসেন।

খেলার মধ্যে নিরাপত্তা নিশ্চিত না করায় শাস্তি পেতে পারে ব্রাজিল। দর্শকদের উত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় সাজা হতে পারে আর্জেন্টিনার।

দুই দলই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সীমিত কিংবা পুরোপুরি দর্শকশূন্য মাঠে করারও সাজা পেতে পারে।

কেবল দর্শকদের মাঝেই সেই বিবাদ সীমাবদ্ধ ছিল না, ম্যাচজুড়ে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলাররাও বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের জোয়েলিংটনকে লাল কার্ড দেখানো নিয়েও রয়েছে বিতর্ক। সেদিন ১-০ গোলের জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা। টানা তিন হারে ব্রাজিলের অবস্থান ছয়ে। তারা ৬ ম্যাচে কেবল দুটিতে জয় পেয়েছে, আরেকটি ম্যাচ হয়েছে ড্র।

Related Articles

Leave a Reply

Back to top button