বিনোদুনিয়া

বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা, সমালোচনা দুই-ই কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়ে নির্মিতব্য সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘এশা মার্ডার: কর্মফল’।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি নির্মাণ করবেন পুলিশ কর্মকর্তা ও ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার। এই সিনেমাতে একজন পুলিশের তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। যা আগামী রোজার ঈদে এটি মুক্তি পাবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে সিনেমাটির লোগো উন্মোচন ও কলাকুশলীদের পরিচিতি অনুষ্ঠানে নির্মাতা সানী সানোয়ার এসব তথ্য জানান।

জানা গেছে, সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

Related Articles

Leave a Reply

Back to top button