আন্তর্জাতিক

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০২৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যার দাড়িঁয়েছে ৪ হাজার ২৭ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১৩৬ জন। চীনের বাইরে হয়েছে ৮৯১ জন।

মঙ্গলবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৯ জন এবং মারা গেছে ১৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৭৫৪ জন এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।
করোনা
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জন। চীনের বাইরে ৩৩ হাজার ৬৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৭৭১ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ৮১ জন সুস্থ হয়েছে।

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে-  চীনে ৩ হাজার ১৩৬, ইটালিতে ৪৬৩, ইরানে ২৩৭, দক্ষিণ কোরিয়ায় ৫৪, যুক্তরাষ্ট্র ২৭, ফ্রান্স ৩০, স্পেন ৩০, জাপান ৯, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, ইরাক ৭, হংকং ৩, অস্ট্রেলিয়া ৩, যুক্তরাজ্য ৫, নেদারল্যান্ড ৪, জার্মানি ২, সুইজারল্যান্ড ২, ফিলিপাইন, সান ম্যারিনো ২, মিশর, থাইল্যান্ড,  আর্জেন্টিনা, কানাডা ও তাইওয়ানে ১ জন করে।

Related Articles

Leave a Reply

Back to top button