আদালত

বিচারক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া সাজা স্থগিত

ফারজানা আফরিন:
কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যিনি বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত মো. সোহেল রানার সাজা ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে আদালত।

হাইকোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে আবেদন শুনানির জন্য আগামী ৫ ডিসেম্বর আপিল বিভাগ দিন ধার্য করায় ওই দিন পর্যন্ত হাইকোর্টের সাজার রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে বিচারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রাফিউল ইসলাম ও ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ।

Related Articles

Leave a Reply

Back to top button