জেলার খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট) রাতে জেলার ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালাম মিয়া (৫০) ও সোরহাব হোসেন (৪৮)।

উপজেলার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল হক বলেন, শনিবার রাতে ঘাটাইলের গারোবাজার এলাকায় মালবাহী একটি ট্রাক
ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী কামাল নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দেলদুয়ার থানার এসআই আব্দুল হান্নান বলেন, শনিবার রাতে উপজেলার মহেড়া সাইনবোর্ড এলাকায় বাসকে সাইড দিতে গিয়ে একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর ঘুমিয়ে থাকা সোরহাব হোসেন নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button