জাতীয়

মোহনা টিভির রিপোর্টার মুশফিকের খোঁজ মেলেনি এখনো

মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানের সন্ধান মিলেনি। রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্তর থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি নিখোঁজ হন। শনিবার বিকেলে মামার সঙ্গে দেখা করতে গুলশানে যান মুশফিক। তার সঙ্গে কথা বলে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। এ নিয়ে উদ্বিগ্ন পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীরা। এ বিষয়ে শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার মামা এজাবুল হক। দ্রুত তার সন্ধান দাবি করেছেন পরিবারের সদস্যরা। আর তথ্যপ্রযুক্তির সহয়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে পুলিশ কাজ করছে। গেলো ২১ জুলাইও তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি। এ নিয়ে ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছিলেন মুশফিক।

Related Articles

Leave a Reply

Back to top button