জাতীয়
বাসা-বাড়িতে এডিস মশার লাভা পাওয়া গেলে জরিমানা : উত্তর সিটি কর্পোরেশন

বাসা-বাড়ী এডিস মশার লাভা পাওয়া গেলে জরিমানা গুনতে হবে নাগরিকদের; বাসা-বাড়ী অপরিস্কার রোধে মাঠে নেমেছে উত্তর সিটির সাত নির্বাহী হাকিম।
আগামীকাল থেকে গুলশান-বনানী লেকের পরিস্কার করার কাজ শুরু হবে।।মশা নিধনে আনা হচ্ছে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত ছিটানোর কাজ শুরু হবে।। কোথাও মশার ওষুধ ছিটানো না হলে হটলাইনে ফোন করার আহ্বান।।নিজেরা বাসা-বাড়ী পরিস্কার না রাখলে সিটি কর্পোরেশনের একার পক্ষে এডিস মশা নিধন করা সম্ভব নয়।।উত্তরার কয়েকটি বাড়ীতে এডিস মশার লাভা পাওয়ায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর সিট কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ।