জাতীয়
ডেঙ্গু জ্বরে ঢামেকে আরেক জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে রবিউল ইসলাম রাব্বি (২১) আরেকজনের মৃত্যু হয়েছে। রাব্বি স্যামসাং কাষ্টমার কেয়ারে মিরপুর শেওড়া পাড়ায় শাখায় চাকুরী করতেন বলে জানা গেছে। পিতার নাম আমিরুল ইসলাম। ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে দুপুর ১২:১০ মিনিটে। মৃতের পিতার কাছে জানায় গত ২২জুলাই তারিখে ডেংগু জ্বরে আক্রান্ত হয় এবং ২৫জুলাই তারিখে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অদ্য ৩১জুলাই রাব্বির অবস্হার অবনতী হলে ঢামেক হাসপাতাল রের্ফাড করে এবং ঢামেক হাসপাতাল জরুরী বিভাগে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে দুপুর ১২:১০ মিনিটে।
এ পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে ১১জন মারা গেলেন।