আন্তর্জাতিক

কিউবায় পাঁচতারকা হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি। খবর: বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, পুরাতন হাভানার সারাতোগা হোটেলের বাইরে একটি গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়, আর এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংস করে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ও একটি শিশু রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা কোন ধরনের আক্রমণ ছিল না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

কিউবার রাজধানীর ওই হোটেলের নাম সারাতোগা হোটেল। এটি কিউবার সবচেয়ে অভিজাত পাঁচতারকা হোটেলগুলোর একটি।

করোনার কারণে এতোদিন বন্ধ ছিল হোটেলটি। আগামী চারদিনের মধ্যে ঐতিহাসিক হোটেলটি পুনরায় খোলার কথা ছিল। এরমাঝেই ঘটলো এ ঘটনা।

Related Articles

Leave a Reply

Back to top button