আন্তর্জাতিক

হোয়াইট হাউজে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রেস সচিব

হোয়াইট হাউজে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে নতুন প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন কারিন জ্যঁ-পিয়ার। খবর:বিবিসি’র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি (সচিব) হিসেবে তার নাম ঘোষণা করেছেন।

৪৪ বছর বয়সি জ্যঁ-পিয়ার বর্তমানে বাইডেন প্রশাসনের মুখ্য উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।

আগামী সপ্তাহের শেষ দিকে কারিন ৪৩ বছর বয়সি বর্তমান প্রেস সচিব জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। প্রেস সচিবেরা হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে দৈনিক সংবাদ সম্মেলন করেন।

হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকি নিউইয়র্ক-ভিত্তিক নিউজ চ্যানেল এমএসএনবিসি’তে (MSNBC) যোগদান করবেন। তাই, সাকির স্থলাভিষিক্ত হচ্ছেন জ্যঁ-পিয়ার।

এক টুইটে জেন সাকি তার উত্তরসূরিকে নৈতিক গুণাবলী সমৃদ্ধ এক অসাধারণ নারী হিসেবে উল্লেখ করেছেন। জেন সাকি বলেন, তার চমক দেখার জন্য আমার আর তর সইছে না, কারণ কর্মক্ষেত্রে তিনি তাঁর নিজস্ব শৈলী ও প্রতিভার দারুণ সমন্বয় নিয়ে আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button