জাতীয়

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। গতরাতে এই ঘটনা ঘটে।

ঢামেকের সহকারী পরিচালক নাসিরউদ্দিন জানান, এ নিয়ে জুন থেকে জুলাই মাসের মধ্যে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন।

নাসিরউদ্দিন জানান, গতরাত পৌনে দুইটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকাবস্থায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফারজানা হোসেন (৪২) নামের ওই নারী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button