আন্তর্জাতিকসাহিত্য ও বিনোদন

সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ

তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ, চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেছে।

সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্কৃতি ও মহাদেশগুলোর শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন এই সাহিত্যিক।

১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন গুরনাহ। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে ইংল্যান্ডে আসেন শরণার্থী হয়ে। তিনি ১০টি উপন্যাস লিখেছেন, যার মধ্যে অনেকগুলি উদ্বাস্তু নিয়ে। তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১) এবং ডেজারশন (২০০৫)।

এর আগে ২০২০ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কবি অধ্যাপক লুইস গ্ল্যুক। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, লুইস হলেন অ্যামেরিকার বর্তমান সাহিত্যজগতের সেরাদের অন্যতম। খবর: বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button