জাতীয়
ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বন্যার্তদের ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান তিনি। বানভাসি মানুষের মধ্যে বিতরনের জন্য দলের ত্রাণ হস্তান্তর করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। অভিযোগ করেন, বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। বলেন, ডেঙ্গু আতংক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ। আবারো অভিযোগ করেন, বিএনপি অফিস থেকে গুজব ছড়ানো হচ্ছে