খেলা

সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে লিভারপুল।

রোববার (২৪ নভেম্বর) ৩০তম মিনিটে সাউদাম্পটনের ভুলে লিভারপুল লিড নেয়। স্বাগতিক এক খেলোয়াড়ের ভুল পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডোমিনিক সোলসোবার।

বিরতির তিন মিনিট আগে পেনাল্টি পায় সাউদাম্পটন। বক্সের ভেতরে লিভারপুল ফাউল করে। ৪২তম মিনিটে অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক কিপার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান তিনি।

দ্বিতীয়ার্ধে হঠাৎ আক্রমণে গিয়ে ২-১ গোলে লিড পায় সাউদাম্পটন। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাতেউস ফের্নান্দেস। ৬৫তম মিনিটে বাতাসে ভেসে আসা বলে আলতো ছোঁয়া লাগান সালাহ, এগিয়ে আসা গোলকিপার কিছুই করতে পারেননি।

৮৩তম মিনিটে সাউদাম্পটনের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজে। ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবলে পাওয়া স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ।

এই জয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ও দুই নম্বর দল ম্যানসিটির (২৩) চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেলো আর্নে স্লটের শিষ্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button