অর্থ বাণিজ্যব্যাংকিং

ব্যাংকগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ঋণ প্রবাহ বাড়ানোর আহ্বান মনসুরের

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আহসান এইচ মনসুর প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং আর্থিক সম্পদের ক্ষেত্রে বৈষম্য কমাতে ব্যাংকগুলিকে ঋণ প্রদানের সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আর্থিক খাতেও আমরা আগের রাজনীতিকরনের মতো অবস্থা দেখেছি, যা বন্ধ করা উচিত।”

আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক শীর্ষ সম্মেলন ২০২৪ উপলক্ষে ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতি পুনরূদ্ধার’ শীর্ষক আলোচনায় বক্তৃতাকালে একথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক ঋণের প্রায় ৫৯ শতাংশ ঢাকায় ও ১৭ শতাংশ চট্টগ্রামে এবং সারাদেশে বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক নীতি হার বৃদ্ধির বিষয়ে মনসুর বলেন, বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির জন্য উচ্চ মুদ্রাস্ফীতি রোধ করতে ও অর্থনীতিকে স্থিতিশীল করতে এ ব্যবস্থার প্রয়োজন। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে আরও অন্তত আট মাস সময় লাগবে।

Related Articles

Leave a Reply

Back to top button