আন্তর্জাতিক

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ঐতিহাসিক বিজয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ান।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর মধ্য দিয়ে ১৩২ বছরের এক রেকর্ড ভাঙলেন ট্রাম্প। ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের ল্যান্ডমার্ক পার করে ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে পরিষ্কার ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে গেছে তার দল রিপাবলিকান পার্টির। দারুণ এ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে রিপাবলিকান শিবির।

অবশ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। বড় স্টেটগুলোতে জিতে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দৌড়ে থাকা সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ডেমোক্র্যাটদের নারী কাণ্ডারি। কিন্তু শেষ পর্যন্ত সুইং স্টেটের ফলাফলই কমলাকে ছিটকে দিলো দৌড় থেকে। নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও পেনসিলভানিয়া জয়ের পর মিশিগান এবং উইসকনসিনেরও ইলেকটোরাল ভোট ঝুলিতে পুরে জয় নিশ্চিত করলেন ট্রাম্প।

নির্বাচনে তার প্রতীক ছিল হাতি। অন্যদিকে ‘ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার প্রতীক গাধা।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের এই বিজয়কে হোয়াইট হাউসে ‘দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তন’ বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভোটের আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল, ইতিহাস তৈরির হাতছানি কমলা হ্যারিসের সামনে। অপরদিকে গত নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় ডোনাল্ড ট্রাম্পের। তবে জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিল। তবে ভোটযুদ্ধে ট্রাম্পের প্রতীক হাতির কাছে পরাস্ত হয়েছে হ্যারিসের গাধা। ইলেক্টোরাল ভোটের পাশপাশি পপুলার ভোটেও অনেক এগিয়ে ট্রাম্প।

দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন মোট ৭ কোটি ১০ লাখ ৭০ হাজার ৪১৪ পপুলার ভোট (৫১%)। আর হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৬১ লাখ ৫৩ হাজার ৩৩৩ পপুলার ভোট (৪৭%)। এবারের প্রেনির্বাচনে কোনা দলের সমর্থক নন, এমন ভোটারের সংখ্যা ডেমোক্রেটদেরও ছাড়িয়ে গেছে বলে এডিসন রিসার্চের বুথ ফেরত তথ্য দেখাচ্ছে। এসব ভোটারের সংখ্যা রিপাবলিকানদের সমান ছিল।

এডিসন ২০০৪ সাল থেকে বুথ ফেরত জরিপ শুরু করে। তারপর থেকে এই প্রথম ভোটের স্বতন্ত্র অংশের শেয়ার যুক্তরাষ্ট্রের বড় দু’টি রাজনৈতিক দলের মধ্যে একটির চেয়ে এগিয়ে গেল। এডিসনের বুথ ফেরত তথ্য দেখাচ্ছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে পড়া মোট ভোটের ৩৪ শতাংশ ছিল স্বতন্ত্র ভোটার, বাকি অংশের ৩৪ শতাংশ ছিল রিপাবলিকান এবং ৩২ শতাংশ ডেমোক্রেট।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ভোট গণনা শেষ হওয়ার আগেই, প্রতিদ্বন্দ্বীদের সাথে রিপাবলিকান প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান তাদের জয় নিশ্চিত করে। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মার্কিন সিনেট এবার রিপাবলিকানদের দখলে যাচ্ছে। ইতোমধ্যে সিনেটের ১০০ আসনের মধ্যে ৫২টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা, আর ডেমোক্রেটরা পেয়েছে ৪২টি আসন। একই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তবে শুধু কংগ্রেসেরে উচ্চকক্ষ সিনেটই নয়, নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টিটিভসের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্রেটদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে দলটির। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৮১টিতে।

এদিকে, ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে।

সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেন ৮ কোটি ১২ লাখের বেশি পপুলার ভোট পেয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর পাওয়া সর্বোচ্চ ভোট। এর বিপরীতে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ৭ কোটি ৪২ লাখের বেশি ভোট।

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র (নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে) ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button