জাতীয়

সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

আজ সোমবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হু ইউয়ুন জেউন -এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি প্রতিনিধি দলের উদ্দেশে এসব কথা বলেন।

কান্ট্রি ডিরেক্টর মন্ত্রণালয়ের চলমান ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং বিশেষ করে আসন্ন প্রকল্প ও টেকনিক্যাল কাজের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ ও কাঠামো তৈরি করছে।

এসময় এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিবির চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচী এবং ঢাকা ও সিলেটে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনসংখ্যার জন্য পরিষেবাগুলোকে সহায়তা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button