আন্তর্জাতিক

ভ্যাটিকান সামিটে নারীদের যাজক করতে আপত্তি

ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভ্যাটিক্যান সিটি। দেশটিতে গত শনিবার অনুষ্ঠিত ‘সিনোড অব বিশপস’—শীর্ষক সম্মেলনে গির্জায় নারী নেতৃত্ব বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। তবে নারীদের যাজক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি উঠেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। সম্মেলনে পোপ ফ্রান্সিসসহ ১১০টিরও বেশি দেশের প্রায় ৩৬৮ জন কার্ডিনাল, বিশপ সদস্য অংশ নেন। যাদের মধ্যে প্রায় ৬০ জন নারী।
গির্জায় নারীদের ভূমিকা বৃদ্ধি করতে চাওয়া সমর্থকেরা আশা করেছিলেন যে, এই সম্মেলন নারীদের ডিকন (পাদরি বা যাজকের সহযোগী) হিসেবে নিয়োগের জন্য আহ্বান জানানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে হতাশ করা হলেও বলা হয়েছে, ‘গির্জার নেতৃত্বে নারীদের ভূমিকা পালনে কোনো বাধা থাকা উচিত নয়।’
ক্যাথলিক ঐতিহ্য অনুসারে, বর্তমানে গির্জাগুলোতে কেবল পুরুষেরা যাজক হতে পারেন। প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ঘোষণা করেছিলেন, চার্চের নারীদের যাজক হিসেবে অভিষিক্ত করার কোনো অধিকার নেই। তবে চার্চের ঐতিহাসিকদের মতে, এমনও ইতিহাস আছে যে, আগের শতাব্দীগুলোতে নারীরা ডিকন হিসেবে কাজ করতেন। যাজকদের মতো না হলেও ডিকনরা পাদরি বা যাজকদের মতো বেশ কিছু সুবিধা ভোগ করতেন। তবে তারা, প্রার্থনার কোনো কাজ করতে পারেন না।
বর্তমান পোপ ৮৭ বছর বয়সী ফ্রান্সিস নারীদের ডিকন হিসেবে অভিষিক্ত করার বিষয়ে গবেষণা করতে ভ্যাটিকানে দুটি কমিশন গঠন করেছেন। এই বিষয়টি অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এই বিষয়ে আরও গবেষণার জন্য তিনি কমিশনকে নির্দেশ দিয়েছেন। যারা আগামী বছরের জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

Related Articles

Leave a Reply

Back to top button